স্কুল বন্ধে শিশু হলো দোকানী (ভিডিওসহ)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ১২ বছর বয়সী মো. হৃদয়। গাইবান্ধা থেকে কাজের খোঁজে ভাইয়ের সাথে এসেছে ঢাকায়। নিজের সামার্থ্যমত শুরু করেছে দোকান।
স্কুল বন্ধে শিশু হলো দোকানী (ভিডিওসহ)

কারওয়ান বাজারে সকাল থেকে রাত অব্দি বিভিন্ন ধরনের মোজা,  টুপি বিক্রি করে সে। শীতকালে মোজা ও টুপির চাহিদা বেশি থাকায় এসব বিক্রি করছে বলে জানায় ও।

মহামারি করোনাভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকায় পরিবারকে সাহায্য করতেই ঢাকায় চলে আসা তার।

হৃদয় হ্যালোকে বলে, “করোনার জন্য স্কুল বন্ধ। বাড়িতেই ছিলাম। তাই ঢাকা আইছি কাজ করার লাইগ্যা।

“এখন শীত বাড়তেছে তাই বিক্রিও বাড়তেছে। প্রতিদিন ভালোই বিক্রি হয় এখানে।”

আয়ের টাকা দিয়ে পরিবারকে সাহায্য করে বলে জানায় সে। সে হ্যালোকে বলে, “আমার পরিবার গাইবান্ধা থাকে। এই খানে সারাদিন বিক্রি কইরা যে টাকা পাই বাসায় দেই।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com