Published: 2020-12-31 21:12:58.0 BdST Updated: 2020-12-31 21:55:18.0 BdST
কারওয়ান বাজারে সকাল থেকে রাত অব্দি বিভিন্ন ধরনের মোজা, টুপি বিক্রি করে সে। শীতকালে মোজা ও টুপির চাহিদা বেশি থাকায় এসব বিক্রি করছে বলে জানায় ও।
মহামারি করোনাভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকায় পরিবারকে সাহায্য করতেই ঢাকায় চলে আসা তার।
হৃদয় হ্যালোকে বলে, “করোনার জন্য স্কুল বন্ধ। বাড়িতেই ছিলাম। তাই ঢাকা আইছি কাজ করার লাইগ্যা।
“এখন শীত বাড়তেছে তাই বিক্রিও বাড়তেছে। প্রতিদিন ভালোই বিক্রি হয় এখানে।”
আয়ের টাকা দিয়ে পরিবারকে সাহায্য করে বলে জানায় সে। সে হ্যালোকে বলে, “আমার পরিবার গাইবান্ধা থাকে। এই খানে সারাদিন বিক্রি কইরা যে টাকা পাই বাসায় দেই।”
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।