Published: 2020-12-31 16:57:59.0 BdST Updated: 2020-12-31 17:01:15.0 BdST
এক বছর ধরে বাবার ব্যবসা দেখে-শুনে রাখছে শাহেদ। অনেকদিন যাবত স্কুল বন্ধ, তাই আগের থেকে আরও বেশি সময় মন দিতে পারছে কাজে। বাবাকে সাহায্য করতে তার বেশ ভালো লাগে।
পণ্য গুছিয়ে রাখা থেকে বিক্রি করা প্রায় সব কাজই আয়ত্ত করে ফেলেছে শাহেদ।
সে বলে, “আব্বাকে সাহায্য করার জন্য আমি এই ব্যবসা তে বসছি। গুছাইয়া রাখি, কাস্টমারদের সাথে দামাদামি করি, বেচি, এই কাজ এক বছর ধইরা আমি এই ব্যবসা দেখতেছি।”
ভবিষ্যতে বড় ব্যবসায়ী হবার স্বপ্ন দেখছে শাহেদ। বর্তমানে যেভাবে বাবাকে সাহায্য করছে বড় হয়ে বাবা মাকে সেভাবেই সেবা করার আশা প্রকাশ করেছে শিশু শাহেদ।
সে বলে, “করোনাভাইরাস শেষ হয়ে গেলে আমি আবার স্কুলে যাব, পড়ালেখা করব। এখন আমি একলাই এই ব্যবসা করতে পারি। বড় হয়ে ব্যবসা-বাণিজ্য করব। বাবা-মায়ের সেবা করব৷”
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।