‘বড় হয়ে বাবা-মার সেবা করব’ (ভিডিওসহ)

বর্তমান পরিস্থিতিতে অনেক দরিদ্র পরিবারের শিশুই বাবার ব্যবসায় সাহায্য করতে নেমেছে কাজে। তেমনই স্কুল বন্ধ থাকায় বাবাকে সাহায্য করছে  ১৪ বছর বয়সী শিশু মো. শাহেদ।
‘বড় হয়ে বাবা-মার সেবা করব’ (ভিডিওসহ)

এক বছর ধরে বাবার ব্যবসা দেখে-শুনে রাখছে শাহেদ। অনেকদিন যাবত স্কুল বন্ধ, তাই আগের থেকে আরও বেশি সময় মন দিতে পারছে কাজে। বাবাকে সাহায্য করতে তার বেশ ভালো লাগে।

পণ্য গুছিয়ে রাখা থেকে বিক্রি করা প্রায় সব কাজই আয়ত্ত করে ফেলেছে শাহেদ।

সে বলে, “আব্বাকে সাহায্য করার জন্য আমি এই ব্যবসা তে বসছি। গুছাইয়া রাখি, কাস্টমারদের সাথে দামাদামি করি, বেচি, এই কাজ এক বছর ধইরা আমি এই ব্যবসা দেখতেছি।”

ভবিষ্যতে বড় ব্যবসায়ী হবার স্বপ্ন দেখছে শাহেদ। বর্তমানে যেভাবে বাবাকে সাহায্য করছে বড় হয়ে বাবা মাকে সেভাবেই সেবা করার আশা প্রকাশ করেছে শিশু শাহেদ।

সে বলে, “করোনাভাইরাস শেষ হয়ে গেলে আমি আবার স্কুলে যাব, পড়ালেখা করব। এখন আমি একলাই এই ব্যবসা করতে পারি। বড় হয়ে ব্যবসা-বাণিজ্য করব। বাবা-মায়ের সেবা করব৷”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com