Published: 2020-12-31 16:26:14.0 BdST Updated: 2020-12-31 16:26:14.0 BdST
শিশু ফরহাদের কথা বলায় এখনো স্পষ্টতা আসেনি, কিন্তু প্রতিকুল পরিস্থিতিতে প্রতিদিনই লড়তে হচ্ছে উপার্জনের উদ্দেশ্যে।
ফরহাদ বলে, “আমি ছোটবেলা থেকেই ফুল বেচি শহীদ মিনার এলাকায়। ১০টাকা কইরা প্রতিটা ফুলের দাম। ডেইলি ১০০-২০০ টাকা আয় হয়। বাপ রিকশা চালায়, মা ফুল বিক্রি করে।”
ফরহাদরা পাঁচ ভাই এক বোন, অথচ কেউই যায় না স্কুলে। রাজধানীর নাজিম উদ্দিন রোডে ছোট ঘর ভাড়া নিয়ে থাকে।
ফরহাদ বলে, “আমার স্কুলে যাইতে মন চায় কিন্তু পারি না, টেকা নাই। বাপ মারে কইছি কিন্ত হ্যারা কয় আগে নিজে টাকা কামা হেরপর পড়িস।”
আতিকের অবাক সাইকেল (ভিডিওসহ)
বন্যা দুর্গত এলাকার মানুষের কথা চিন্তা করে ডুবে যাওয়া রাস্তাতেও চলাচলের জন্য নয় ফুট উঁচু সাইকেল বানিয়েছে টাঙ্গাইলের মির্জাপুরের বানিয়ারা গ্রামের সৈয়দ আতিক উল্লাহ।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।
কী বেদনা ছোট্ট শিশু শাহীনের? (ভিডিওসহ)
বড় কোনো কর্মকর্তা হবে দুই চোখ জুড়ে এমনই স্বপ্ন ছিল শাহিনের। কিন্তু কিছু না বুঝবার বয়সেই দিনমজুর বাবা মারা যান । মা আবার বিয়ে করেন। মায়ের নতুন সংসারে ৭/৮ বছর বয়সী শাহিন ঠাঁই পায় না।