ভবিষ্যতের জন্য গ্যারেজে কাজ শিখছে শিশু (ভিডিওসহ)

ঢাকা শহরের প্রায় সব মোটর গ্যারেজেই কাজ করে বিভিন্ন বয়সী শিশুরা। তাদের মধ্যেই একজন মিল্লাত হোসেন।
ভবিষ্যতের জন্য গ্যারেজে কাজ শিখছে শিশু (ভিডিওসহ)

মিল্লাত ছাড়াও তার পরিবারে আরও রয়েছে তিন ভাই ও এক বোন। এমনিতেই বড় পরিবার, তার ওপর বাবা প্যারালাইসিসের রোগী। উপার্জনে তিনি পুরোপুরি অক্ষম। গৃহকর্মী হিসেবে কাজ করা মা কোনো রকমে সংসার টেনে নিয়ে যাচ্ছেন।

অভাবের তাড়নায় পড়াশোনা করার সুযোগ হয়নি। সেভাবে কখনও ইচ্ছাও জাগেনি। তাই গ্যারেজে প্রায় বিনা পারিশ্রমিকে কাজ শিখছে বারো বছর বয়সী মিল্লাত। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পর মালিকের দেওয়া ২০-৩০ টাকা নিয়েই খুশি সে।

মিল্লাত বলে, “অভাবের কারণে তো লেহাপড়া করতে পারি নাই। বড় হয়ে রকম একটা গ্যারেজ দিব। এই কারণে আমি এই গাড়ির কাজ শিখতেছি।”

পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, বাংলাদেশে ১৮টি খাতে প্রায় ১৭ লাখ শিশু কাজ করে। শিশু শ্রমিকদের পুনর্বাসনসহ শ্রম নিরসন নিয়ে নানা বেসরকারি প্রতিষ্ঠান ছোট পরিসরে কাজ করছে। তবে এ সংক্রান্ত সরকারি উদ্যোগে নেওয়া ২৮৪ কোটি টাকার প্রকল্প দেড় বছরেও শুরুই হয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com