‘মা ও বোনের দায়িত্ব শিশুর কাঁধে’ (ভিডিওসহ)

রাজধানীর নিউমার্কেট এলাকায় ভ্যানে করে ঘুরে ঘুরে নানা ধরণের জুতা স্যান্ডেল বিক্রি করে ১৪ বছর বয়সী রিপন হোসেন।
‘মা ও বোনের দায়িত্ব শিশুর কাঁধে’ (ভিডিওসহ)

সপ্তাহের সাতদিনই দুপুর ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ফুটপাতে জুতা স্যান্ডেল বিক্রি করে সে। বাবা মারা গেছেন অনেক আগেই।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে তার মায়ের গৃহকর্মীর কাজ হারানোয় আরও বিপাকে পরে তার পরিবার। মা ও বোনের ভরণপোষণের দায়িত্ব এখন তার কাঁধে। এক মাস আগে শুরু করা মামার এই ব্যবসা পরিচালনা করছে সে। বিনিময়ে মাসে ছয় হাজার টাকা পায়। এটি তার নিজের মামার ব্যবসা।

ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েই শিক্ষা জীবনের ইতি টানতে হয়েছে অভাব-অনটনের কারণে। রিপন বলে, “আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়ছি এরপর ছেড়ে দিয়েছি। অভাবের কারণে আর লেহাপড়া করি নাই। বেচা-কিনা ভালোই হয়, মামা ছয় হাজার টাকা বেতন দেয়। বাড়িতে মা আছে বইন আছে। টাকা বাড়িতে পাঠাই। পেটের দায়ে কাম করতে হয় কিছু করার নাই।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com