‘ভাবছিলাম পড়াশোনা কইরা চাকরি করমু’ (ভিডিওসহ)

লেখাপড়া করার ইচ্ছা থাকলেও অভাবের কারণে তা সম্ভব হয় না দেশের অনেক শিশুর। তেমনই একজন হতভাগা শিশু মো. সজীব।
‘ভাবছিলাম পড়াশোনা কইরা চাকরি করমু’ (ভিডিওসহ)

স্বপ্ন ছিল পড়ালেখা করে বড় হয়ে চাকরি করবে। সচ্ছল একটা জীবন থাকবে। কিন্তু অর্থের অভাবে হয়নি সেই স্বপ্নের পথে চলা। পেট চালাতে গত সাত বছর ধরে ফেরিওয়ালার কাজ করছে করছে ১৪ বছর বয়সী এ কিশোর।

হ্যালোকে সজীব বলে, “ফাইভ পর্যন্ত পড়ছি, এখন টাকার সমস্যা দেইখা পড়ালেখা করতে পারি না। চাইছিলাম পড়াশোনা করে অফিসে চাকরি টাকরি করব। সেইটা তো হইলো না, এখন হকারি করেই চলতে হবে।“

মাকে হারানোর পর গ্রামের বাড়ি বরিশাল থেকে সজীব ও তার ভাই-বোনকে ঢাকায় নিয়ে আসে তার বাবা।

বিভিন্ন সময় বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রি করে সজীব ও তার বাবা। সারাদিন ঘুরে ঘুরে হকারি করে বাবা-ছেলের দৈনিক আয় ৬০০টাকা থেকে ৮০০টাকা। তা দিয়েই চলে সংসার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com