স্কুল খোলার অপেক্ষায় হাওয়াই মিঠাইওয়ালা রমজান (ভিডিওসহ)

অভাবের কারণে দশ বছর বয়সী রমজানের ছোট্ট কাঁধে এখন সংসারের দায়িত্ব। হাওয়াই মিঠাই বিক্রি করে সেই টাকা মায়ের হাতে তুলে দেয় সে।
স্কুল খোলার অপেক্ষায় হাওয়াই মিঠাইওয়ালা রমজান (ভিডিওসহ)

রাজধানীর পান্থপথ, কাঁঠালবাগান, ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নানা রংয়ের হাওয়াই মিঠাই বিক্রি করে রমজান।

অভাবকে সঙ্গী করে বড় হওয়া রমজান পড়েছে তৃতীয় শ্রেণি পর্যন্ত। স্কুল খুললে ফের পড়াশোনা করার ইচ্ছা তার।

হ্যালোকে রমজান বলে, “আমি হাওয়াই মিঠাই বিক্রি করি। প্রতিদিন ৮০০-৯০০ টাকা আমি আম্মুকে দেই। এই টাকা দিয়াই সংসার চলে। থ্রি পর্যন্ত পড়ছিলাম। এখন স্কুল বন্ধ না, এইডার লাইগা। স্কুল খোলা হইলে যামু গা।"

তিন ভাই এক বোনের ভরণপোষণ দিতে বেশ কষ্ট হয় দরিদ্র বাবার। দুই বোন মাদ্রাসায় পড়াশোনা করছে তার। বাবাকে সাহায্য করতেই নেত্রকোণা থেকে ঢাকায় এসেছে রমজান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com