ঐতিহ্যবাহী মহিষের গাড়ি (ভিডিওসহ)

এক সময় দেশের অন্যতম বাহন হিসেবে পরিচিত ছিল মহিষের গাড়ি। এখন এ বাহন বিলুপ্ত প্রায়। তবুও গ্রামাঞ্চলে কোথাও কোথাও দেখা মেলে এ বাহনের।
ঐতিহ্যবাহী মহিষের গাড়ি (ভিডিওসহ)

গাজীপুর জেলার আমতলী এলাকায় দেখা মিলল একটি মহিষের গাড়ির। এ গাড়ির চালক জানান বংশানুক্রমেই তারা এ মহিষের গাড়ি চালাচ্ছেন।

শফিক ও মকবুল দুই ভাই মিলে লালন পালন করেন দুইটি মহিষ যা দিয়ে তারা গাড়িটি চালায়। তারা জানায় গত ৩৫ বছর ধরে তারা এ কাজ করছে।

শফিক বলেন, “আমার দুধের দাঁত পরার আগে থেকে এই গাড়ি চালাই। এখনও আল্লায় দিলে চালাইতেছি।“

তার ভাই মকবুল জানান মহিষ দুটির পেছনে প্রতিদিন পাঁচ-ছয়শ টাকা খরচ আছে।

মুলত মালামাল বহনের কাজে ব্যবহৃত হয় গাড়িটি। তবে বিভিন্ন র‍্যালিতে প্রদর্শনীর জন্যেও ডাক পড়ে এ গাড়িটির।

ঐতিহ্য ধরে রাখা ছাড়াও এ গাড়ি থেকে ভালোই আয় হয় তাদের। প্রতিদিন প্রায় ১৫০০ টাকা আয় হয় গাড়িটি থেকে। এ আয় দিয়েই চলে তাদের সংসার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com