স্কুল বন্ধ থাকায় বাবার কাজে সাহায্য (ভিডিওসহ)

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। তাই বাবার ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতে সাহায্য করছে আট বছর বয়সী শিশু মো. রাকিব।
স্কুল বন্ধ থাকায় বাবার কাজে সাহায্য (ভিডিওসহ)

হ্যালোকে রাকিব জানায় বাবাকে সহযোগিতা করতে বেশ ভালো লাগে তার। কাজ করতে মোটেও ক্লান্তি আসে না।

রাজধানীর রাজাবাজার এলাকার কুসুমকলি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। পরিবারের কেউই তাকে কাজ করতে বলেনি। পড়াশোনার তেমন চাপ না থাকায় স্বেচ্ছায় বাবাকে সাহায্য করছে সে।

রাকিব বলে, “দুপুর বেলা আমি আসি, আব্বা যায় বাসায়। ভাত খায় আর একটু ঘুমায়। রাইতের বেলা মাল আনে। যদি একটু ভাংতি টাকা লাগে তাহলে নিয়া আসি। বাসায় মাল দিয়া আইতে হইলে দিয়া আসি। ভালোই লাগে।”

তবে পড়াশোনা করে পুলিশ হওয়ার স্বপ্ন তার। রাকিব বলে, “পড়াশোনা করতেও ভালো লাগে, এইটা করতেও ভালো লাগে একটু। বড় হইলে পুলিশে চাকরি করব।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com