উদ্যোক্তা হওয়ার গল্প (ভিডিওসহ)

লেখাপড়ার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী  করতে নিজের পছন্দের কাজটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে ফেনীর মেয়ে তাছলিমা আক্তার টুম্পা।
উদ্যোক্তা হওয়ার গল্প (ভিডিওসহ)

২০১৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়ার পর অবসর সময় কাটাতে ক্রাফটের কাজ শুরু করেন তিনি।

অনেকের কাছ থেকে প্রশংসা পেয়ে এ কাজটি নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবেন টুম্পা।

২০১৭ সালে টুম্পা নিজের একটি ফেইসবুক পেইজ ও গ্রুপ তৈরি করেন। এভাবেই শুরু তার পথচলা। বর্তমান দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও পণ্য পাঠাচ্ছেন তিনি।

টুম্পা বলেন, “আমি যখন ক্রেতাদের কাছ থেকে ভালো রিভিউ পাই তখন খুব ভালো লাগে। আমি এই কাজটি করে আনন্দ পাই, উপার্জনও হয়।“

অনলাইনে ব্যবসার পাশাপাশি পড়াশুনা চালিয়ে যাচ্ছেন টুম্পা। বর্তমানে ফেনী সরকারি কালেজে মাস্টার্সে পড়ছেন তিনি।

শুরু থেকে এখনো পর্যন্ত পরিবারের সহযোগিতা পেয়েছেন তিনি। এভাবে সহযোগিতা পেলে অনেক দূর যাবার স্বপ্ন দেখেন টুম্পা।

টুম্পা  বলেন, “আমি মনে করি তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগে কিছু করুক।“

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com