অভাবে ছাড়তে হয়েছে মাদ্রাসা (ভিডিওসহ)

শিশু সুমাইয়া লেখাপড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হলেও অভাবের কারণে বেতন দিতে না পারায় মাদ্রাসা ছাড়তে হয়েছে তাকে।
অভাবে ছাড়তে হয়েছে মাদ্রাসা (ভিডিওসহ)

মাত্র পাঁচ বছর বয়সী শিশু সুমাইয়া নগরীর বসিলা এলাকা থেকে প্রতিদিনই জাতীয় সংসদ ভবন এলাকায় আসে ফুল বিক্রি করতে।

অসুস্থতার কারণে মা নূর নাহার নিজে কাজ করতে পারেন না। ঘর ভাড়া জমে গিয়েছে কয়েক মাসের। তাই বাধ্য হয়েই সন্তানদের নামিয়েছেন কাজে। মেয়ে সুমাইয়াকে মাদ্রাসায় ভর্তি করালেও অর্থের অভাবে পড়াতে পারেননি।

সুমাইয়া বলে, “আমি ডেইলি ২০০ টাকার ফুল বিক্রি করি। এই টাকা আম্মুকে দিয়ে দেই, চাল ডাল কিনে। সংসদ ভবনের সামনে আমি বিক্রি করি।”

নূর নাহারের চার সন্তানের ফুল বিক্রির উপার্জনেই চলে সংসার। তিনি বলেন, “আমি নিজে তো কাজও করতে পারি না। বড় মাইয়া বেচে দুই-তিনশ টাকার। আবার ও বেচে প্রায় দুইশ টাকার। আমি তো বেচতে পারতেছি না। ওগোর দিয়াই বেচাই।"

ঘর ভাড়া আর খাওয়ার খরচ দেওয়ার পর আর পড়ানোর খরচ থাকে না মায়ের কাছে। তিনি বলেন, "মাদ্রাসায় ভর্তি করাইছি। বেতন বাইজা গেছে দেইখা না কইরা দিছে হেরা। ঘর ভাড়া দিলে আবার মাদ্রাসার বেতন বাইজা যায়।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com