অবসাদ কাটাতে সংসদ ভবন দেখতে শিশুরা (ভিডিওসহ)

ব্যস্ত রাজধানীতে সাধারণ মানুষ একটু খানি বিনোদনের জন্য যেসব স্থানে ছুটে যান, তার মধ্যে অন্যতম জাতীয় সংসদ ভবন এলাকা।
অবসাদ কাটাতে সংসদ ভবন দেখতে শিশুরা (ভিডিওসহ)

রাজধানীতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানোর মতো বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। জাতীয় সংসদ ভবনের দৃষ্টি নন্দন নকশা দেখতে অনেকেই ঘুরতে আসেন সংসদ ভবনের সামনে।

প্রতিদিনই পরিবারের সাথে জাতীয় সংসদ ভবন দেখতে আসছে নানা বয়সী শিশুরা। বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখানে অনেকেই আসেন স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে, আবার অনেকে মুখে মাস্ক পরা ছাড়াই এসেছেন। কেউ কেউ দল বেঁধে দাঁড়িয়ে ও বসে গল্পগুজব করছিলেন। কেউবা ব্যস্ত ছিলেন সেলফি তোলায়।

বাবা-মার সাথে এখানে ঘুরতে এসেছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল। সে বলে, “আমি আব্বুর সাথে এসেছি। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে।”

আট বছর বয়সী সাইমা বলে, “আগে শুধু ছবিতে দেখেছি, এখন বাস্তবে দেখলাম। অনেক সুন্দর।”

পরিবার নিয়ে সংসদ ভবনে ঘুরতে এসেছিলেন মো. মমিন। তিনি হ্যালোর ক্যামেরায় বলেন, “অনেকদিন লকডাউনে ছিলাম। করোনাভাইরাস পরিস্থিতির জন্য কোথাও যাওয়া হয়নি। আর ঘোরার তেমন কোনো জায়গাও নেই। তাই, বাচ্চাদের সাথে নিয়ে আসছি। এটা একটা ঐতিহ্যময় জায়গা। বেশ ভালো লাগছে।”

মামার সাথে সংসদ ভবন দেখতে আসা তরুণী রুহিনি বলেন, “আগে কখনও আসিনি। এটাই প্রথম। টিভিতে দেখা আর বাস্তবে দেখা এক না, এটা অনেক সুন্দর।”

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি। জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আরো আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম হ্রদ এবং সংসদ সদস্যদের আবাসস্থল।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com