‘আমি বেলুন বেইচা টাকা কামাই’ (ভিডিওসহ)

ছোট ছোট বেলুন একটা কাঠির মাঝে বেঁধে মানুষের পিছু পিছু ছুটতে থাকে ছয় বছর বয়সী শিশু আয়মা। রাজধানীর ধানমণ্ডি এলাকার রবীন্দ্র সরোবরে এটা নিয়মিত দৃশ্য।
‘আমি বেলুন বেইচা টাকা কামাই’ (ভিডিওসহ)

কেউ ইচ্ছে হলে কিনছে, আবার কেউ এড়িয়ে যাচ্ছে। রবীন্দ্র সরোবর ছাড়াও ঘুরতে আসা শিশুদের সমাগম হয় এমন জায়গায় ঘুরঘুর করে বেলুন বিক্রির জন্য। অনেক সময় বেলুন না কিনলে পিছু ছাড়তে নারাজ থাকে এই শিশু।

গ্রামের বাড়ি ভৈরব থেকে অনেক আগেই ঢাকায় পাড়ি জমিয়েছে আয়মার পরিবার। রায়ের বাজারের বস্তিতে ছোট একটা ঘর ভাড়া করে গাদাগাদি করে থাকে ছয় সদস্যের বড় এই পরিবারটি। বাবা রিকশা চালিয়ে যে টাকা উপার্জন করে তা দিয়ে পেট ভরে না সকলের। তাইতো অবুঝ বয়সে আয়মাকেও নামতে হয়েছে আয়ের উদ্দেশ্যে।

আয়মা হ্যালোর ক্যামেরায় বলে, “আমি বেলুন বিক্রি কইরা টাকা কামাই, টাকা দিয়া চাউল-ডাউল কিনি। এই কাম অনেক দিন ধইরা করি। বাপে রিশকা চালায়, মায় ঘরে থাকে। ডেইলি ৫০টাকা কামাই হয়।”

স্কুলের চৌকাঠ পেরোনোর সৌভাগ্য হয়নি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছোট্ট এই শিশুর। সে বলে, “আব্বুর কাছে টাহা পয়সা নাই। এর লাইগা লেহাপরা করতে পারি না।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com