তাদের গান (ভিডিওসহ)

অনন্ত, সিফাত, শাহরিয়ার তিন তরুণ। ২০১০ সাল থেকে রাজশাহী শহরে বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই গান করে তারা।
তাদের গান (ভিডিওসহ)

কোনোদিন পর্দ্মা গার্ডেন, কোনোদিন সার্কিট হাউজের সামনে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের গান গাওয়া।

কখনো বাংলা লোকগীতি, কখনো হিন্দি, আবার কখনো ইংলিশ গান। মূলত শখ থেকেই এ গান করে তারা। আশেপাশের মানুষজনও উপভোগ করে তাদের গান।

সাব্বির আহমেদ নামের এক শ্রোতা হ্যালোকে বলে, “আমরা প্রায়ই আসি। দেখি উনারা গিটার বাজিয়ে গান করেন। আমার খুব ভালো লাগে। তাদের গানটা উপভোগ করি।”

তিনজনের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন। তিনি হ্যালোকে বলেন,  “আমরা সবাই গান শুনি, গান পাগল মানুষ, সুর সবাই পছন্দ করি। আমরা যখন গাই মনে হয় না কেউ ডিস্টার্ব ফিল করে। আমরা মূলত আড্ডাটা দেই গানের মাধ্যমে।”

সিফাত হোসেন রাজশাহী কলেজ থেকে সম্মান শেষ করেছেন। তিনি হ্যালোকে বলেন, “আসলে ২০১০ সাল থেকে আমরা একসাথে বসি, গান গাই।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com