Published: 2020-12-28 21:58:07.0 BdST Updated: 2020-12-28 22:27:29.0 BdST
সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করছে মেয়েদের নানা প্রয়োজনীয় সামগ্রি। রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরলে দেখা যায় নানা বয়সী শিশুরা কাজ করছে। তাদেরই একজন ইউসুফ।
তার জন্ম দরিদ্র পরিবারে। মহামারি করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় অভাবের সংসারে মন দিয়ে পড়াশোনা ঠিকমত হচ্ছিল না তার। ভাইয়ের সাথে তাই ব্যবসায় লাগিয়েছে হাত। করোনা পরিস্থিতি চলে গেলেও স্কুলে ফিরবেন কি না তা নিয়েও রয়েছে তার সংশয়।
ইউসুফ হ্যালোকে বলে, “আমি তিনমাস ধরে এখানে এসেছি। বাড়িতে বেশি আড্ডা দিতাম তাই ভাই এখানে নিয়ে আসছে। বাড়ি থাকলে নষ্ট হইয়া যামু এজন্য কাজে মন দিছি। স্কুল খুললে যাইতেও পারি আবার নাও যাইতে পারি।“
বাবা-মায়ের উপার্জনের রাস্তা বন্ধ হয়ে এরইমধ্যে কাজে নেমেছে অনেক শিশু। বই-খাতা রেখে কাউকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে, কেউ কেউ করছে দিনমজুরের কাজ, কেউ করছে গাড়ির সহকারির কাজ আবার কেউ শিখছে গ্যারেজের কাজ।
বিনামূল্যে পাঠ্যবই, উপবৃত্তিসহ সরকারের নানা উদ্যোগে গত কয়েক দশকে শিশুদের স্কুলমুখী করায় সাফল্য এলেও করোনাভাইরাস মহামারির আঘাতে সেই অর্জন এখন হারানোর শঙ্কা দেখা দিয়েছে।
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।