রাস্তাই ওদের ‘খেলার মাঠ’ (ভিডিওসহ)

খেলার মাঠ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাতেই খেলছেন রাজধানীর মালিবাগ ফুটপাতে বসবাসকারী শিশুরা।
রাস্তাই ওদের ‘খেলার মাঠ’ (ভিডিওসহ)

সম্প্রতি দেখা যায়, একপাশে দিয়ে চলে যাচ্ছে যানবাহন, অন্য পাশে খেলছে তারা। খুব কাছাকাছি গাড়ি চলে আসলে নিজেদের সামলে নিয়ে রাস্তার একদিকে চলে যায়, আবার কখনো খেলতেই থাকে।

রাস্তায় ডিগবাজি দিতে দেখা যায় ছয় বছর বয়সী রায়হানকে। সে হ্যালোকে বলে, “আমরা সব সময়ই খেলি। গাড়ি আসলে সরে যাই।”

হেঁটে না বরং দৌড়ে রাস্তা পার হয় পলাশ। সে হ্যালোকে বলে, “আমাগোর কোনো ডর নাই।”

শিশুদের রেখে কাজে যেতে হয় যায় বলে জানায় খুব বেশি খেয়ালও রাখতে পারে না অভিভাবকরা।

ফিরোজা বেগম হ্যালোকে বলে, “বাচ্চারা রাস্তায় খেলে ভয় লাগে কিন্তু কি করমু কাজ তো করা লাগে। আল্লাহ আর মানুষের উপর ভরসা কইরা ছাইড়া দিয়া যাই।”

জুলেখা খাতুন নামের আরেক অভিভাবক বলেন, “গরিব মানুষ, এনেই থাকি, বাচ্চারাও এনেই খেলে। ভয় লাগলেও এখন কি করন যাইব।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com