Published: 2020-11-30 22:46:40.0 BdST Updated: 2020-11-30 22:54:18.0 BdST
সম্প্রতি দেখা যায়, একপাশে দিয়ে চলে যাচ্ছে যানবাহন, অন্য পাশে খেলছে তারা। খুব কাছাকাছি গাড়ি চলে আসলে নিজেদের সামলে নিয়ে রাস্তার একদিকে চলে যায়, আবার কখনো খেলতেই থাকে।
রাস্তায় ডিগবাজি দিতে দেখা যায় ছয় বছর বয়সী রায়হানকে। সে হ্যালোকে বলে, “আমরা সব সময়ই খেলি। গাড়ি আসলে সরে যাই।”
হেঁটে না বরং দৌড়ে রাস্তা পার হয় পলাশ। সে হ্যালোকে বলে, “আমাগোর কোনো ডর নাই।”
শিশুদের রেখে কাজে যেতে হয় যায় বলে জানায় খুব বেশি খেয়ালও রাখতে পারে না অভিভাবকরা।
ফিরোজা বেগম হ্যালোকে বলে, “বাচ্চারা রাস্তায় খেলে ভয় লাগে কিন্তু কি করমু কাজ তো করা লাগে। আল্লাহ আর মানুষের উপর ভরসা কইরা ছাইড়া দিয়া যাই।”
জুলেখা খাতুন নামের আরেক অভিভাবক বলেন, “গরিব মানুষ, এনেই থাকি, বাচ্চারাও এনেই খেলে। ভয় লাগলেও এখন কি করন যাইব।”
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।