Published: 2020-11-30 22:22:55.0 BdST Updated: 2020-11-30 22:26:42.0 BdST
একের পর ইট ভেঙে যাচ্ছেন। ২০ বছর ধরে হাতুড়িই যেন তার বেঁচে থাকার শক্তি। ছেলে, বউ ও নাতিকে নিয়ে মালিবাগ রেললাইনের ধারে ছোট খুপড়িতে থাকেন তিনি।
সকাল থেকে রাত পর্যন্ত চলে তার কাজ। বস্তা প্রতি ৬০ টাকা পায় এই নারী।
কল্পনা হ্যালোকে বলেন, “কুড়ায় নিয়ে আসি ইট। সেই ইট সারাদিন ভাইংগা যে টাকা পাই তাই দিয়াই সংসার চালাই।”
স্বামীর বাড়ি নদী ভাঙনে তলিয়ে যাওয়ার পর ঢাকায় চলে আসেন তারা। এরপর থেকেই শুরু হয় দুমুঠো খাবারের জন্য দিনরাত পরিশ্রম।
কল্পনা হ্যালোকে বলছিলেন, “বাবার দেশ ফরিদপুর, বাবার বাড়ি আছে, আমাগোর বাড়ি নাই। স্বামীর বাড়ি বিক্রমপুর লৌহজংয়ে। নদী ভাঙনে বাড়িঘর ভাইসা গেছে। এরপর থেইকাই ঢাকায় থাকি।”
অসুস্থ ছেলে রিকশা চালিয়ে যে টাকা দেয় তা দিয়ে টানাপোড়েনের সংসার চলে না বলে নিজেই সবটা কাঁধে নিয়ে চালিয়ে যাচ্ছেন সংসার।
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।