ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের ওপর করোনার কষাঘাত (ভিডিওসহ)

করোনাভাইরাস মহামারির প্রভাবে সংসার চালাতে 'হিমশিম' খাচ্ছেন ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা।
ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের ওপর করোনার কষাঘাত (ভিডিওসহ)

সুফিয়া, আমেনা ও সালেহা নামে তিন দোকানির সঙ্গে কথা হয় হ্যালোর। কেউ দশ বছর, কেউ পনের বছর ধরে মালিবাগ রেললাইন ঘেষে ফুটপাতে সবজি বিক্রি করে আসছে। 

মহামারির আগে এই ব্যবসা করে সংসার চালাতে পারলেও এখন খুব ‘হিমশিম’ খাচ্ছে বলে জানান তারা।

সুফিয়া খাতুন হ্যালোকে বলেন, “করোনায় ব্যবসা একেবারে নাই বললেই চলে।”

কোনোরকম খেয়ে বেঁচে আছে বলে জানান আমেনা বেগম। তিনি হ্যালোকে বলেন, “লকডাউনের সময় সরকার কত মানুষকে সাহায্য করছে, আমরা কোনোকিছু পাই নাই।”

অসুস্থতার জন্য ঠিকমত দোকানও চালাতে পারেন না সালেহা খাতুন।

তিনি হ্যালোকে বলেন, “আমার মাল অন্যজন কিনে আইনা দেয়। বিক্রি কইরা সেই টাকা শোধাইতেই টাকা শেষ হয়ে হয়ে যায়। অনেক কষ্টে আছি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com