Published: 2020-11-30 21:14:20.0 BdST Updated: 2020-11-30 21:16:00.0 BdST
চলতি মাসে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের জাহাঙ্গীর ফরাজী বাড়িতে প্রথম কর্মশালাটি শুরু করে সে।
এতে ১৫ জন কিশোরী অংশগ্রহণ করে। কর্মশালায় কৈশোরকাল, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব, খাদ্য ও পুষ্টি ইত্যাদি নিয়ে কিশোর-কিশোরীদের ধারণা দেয় সে।
কর্মশালায় অংশ গ্রহণকারী লিজা নামের এক কিশোরী বলে, "আজকে আমরা ক্লাবে এসে জানতে পারলাম খাদ্য কী, পুষ্টি কী, খাদ্যের ছয়টি উপাদান কী কী, আমাদেরকে এই সময়ে কোন কোন খাবার বেশি খেতে হবে।"
অপি নামের আরেক কিশোরী বলে, "আমি আজকে ক্লাবে এসে শিখেছি কৈশোরকাল কী ও কাকে বলে এবং কৈশোরকালে পরিবর্তনসমূহ।"
শারমিন নামের আরেক কিশোরী বলে, "কৈশোরকালীন পুষ্টি, কিশোর কিশোরীদের কোন কোন খাবার খেতে হবে এবং খাদ্যের পুষ্টি সম্পর্কে জানতে পারলাম।"
আরজু মনি বলে, "প্রতি বৃহস্পতিবার আমাদের ক্লাবে সাপ্তাহিক মিটিং হয়। আমরা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয় ছিল কৈশোরকাল কী, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব। কৈশোরকালে অপুষ্টি রোধে আমাদের কোন ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে আজকে আলোচনা করেছি।"
ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে সে প্রথম কর্মশালাটি পরিচালনা করে। এতে ১৫ জন কিশোরী অংশগ্রহন করে। কৈশোরকাল কী, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব, খাদ্য ও পুষ্টি ইত্যাদি নিয়ে কিশোর-কিশোরীদের ধারণা দেয় সে।
লিজা নামে এক কিশোরী বলে, "আজকে আমরা ক্লাবে এসে জানতে পারলাম- খাদ্য কী, পুষ্টি কী, খাদ্যের ৬টি উপাদান কী কী, আমাদেরকে এই সময়ে কোন কোন খাবার বেশি খেতে হবে।"
ওপি নামের আরেক কিশোরী বলে, "আমি আজকে ক্লাবে এসে শিখেছি কৈশোরকালে দুই ধরণের পরিবর্তন ঘটে- শারীরিক ও মানসিক পরিবর্তন। শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তনগুলো কী কী এবং কোন খাদ্যে কী পরিমাণ পুষ্টি রয়েছে আমরা এটাও শিখেছি।"
শারমিন নামের এক কিশোরী বলে, "কৈশোরকালীন পুষ্টি, কিশোর-কিশোরীদের কোন কোন খাবার খেতে হবে এবং খাদ্যের পুষ্টি সম্পর্কে জানতে পারলাম।"
আরজু মনি হ্যালোকে বলে, "প্রতি বৃহস্পতিবার আমাদের ক্লাবে সাপ্তাহিক মিটিং হয়। কৈশোরকালে অপুষ্টিরোধে আমাদের কোন ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে আজকে আলোচনা করেছি।"
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।