Published: 2020-11-25 00:15:59.0 BdST Updated: 2020-11-25 00:21:07.0 BdST
রাস্তায় ফেলে যাওয়া বা হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশুদের নিয়ে আসেন তিনি৷ তার পরিচালনায় ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ এর মাধ্যমে বর্তমানে বেড়ে উঠছে ১৫ জন প্রতিবন্ধী শিশু৷ যারা এখনো পরিবারকে খুঁজে পায়নি।
২০১৮ সালে সংবাদ মাধ্যমে মিল্টন জানতে পারেন, ফেনীতে একটি প্রতিবন্ধী শিশু পাওয়া গেছে, যাকে তোষকে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তখন নিজ উদ্যোগে তিনি জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসেন। শিশুটির নাম দেন ময়না।
মিল্টন সমাদ্দার হ্যালোকে বলেন, “প্রতিমাসে আট থেকে ১০ টা বাচ্চা আমার আশ্রয়ে আসে। এই বাচ্চাগুলা বেশিরভাগই হারায়া যাওয়া বাচ্চা।”
তিনি যোগ করেন, “১৫ টা বাচ্চা এখনো আমার কাছে রয়ে গেছে, যারা দীর্ঘদিনেও আর পরিবার খুঁজে পায় নাই।”
বর্তমানে ৫০জন শিশুর দেখভালের সুব্যবস্থা রয়েছে তার প্রতিষ্ঠানে।
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।