হিজিবিজি তারের শহর! (ভিডিওসহ)

রাজধানী ঢাকা যেন হিজিবিজি তারের শহর।
হিজিবিজি তারের শহর! (ভিডিওসহ)

যত্রতত্র পড়ে থাকা এসব তার শিশুদের জন্য বড় ঝুঁকির। খেলতে গিয়ে কিংবা অবচেতন মনে তারের সংস্পর্শে এসে ঘটতে পারে বিপদ।

১৪ বছর বয়সী আব্দুর রহমান সিয়াম হ্যালোকে বলে, “ঢাকা শহরে অনেক তার। এখন আমি বারান্দায় আসি, আকাশটা দেখব। আকাশ তো দেখা যায় না, শুধু তারই দেখা যায়।“

অটো রিকশা চালক মিজানুর রহমান বলে, "আমার দেখতে অসহ্য লাগে।"

শরিফুল ইসলাম একজন বলেন, "ক্যাবল তারগুলার জন্য বৈদ্যুতিক সমস্যা সংগঠিত হতে পারে। যেভাবে এলোমেলো তারগুলো আছে, এইখান থেকে দেখা যাচ্ছে একটা তার একটা লাইনের উপরে পড়ে গেল। হঠাৎ করে তারটা পায়েও লাগতে পারে।" 

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিয়ামুল হক উদয়। তিনি হ্যালোকে বলেন, “ঝড়ের সময় বাজ পড়ে, আগুন ধরে যায়। ট্রান্সফর্মার ব্রাস্ট হয়। বাসা বাড়ির পাশেই যে ট্রান্সফর্মার থাকে, সেহেতু বাসা বাড়িতে ক্ষতি হওয়ার কথা।“

মোহাম্মদ নাসিরউদ্দিন নামে একজন বলেন, "আসলে সৌন্দর্যবর্ধন কমে যাচ্ছে। এইগুলা যদি সরানো যেত তাহলে অনেক ভালো হইত। এগুলো থেকে অনেক বিপদ হইতে পারে। শর্ট সার্কিট হয়ে আগুন লেগে বাসা বাড়িতে সমস্যা হতে পারে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com