এক নজরে সিতেশ বাবুর চিড়িয়াখানা (ভিডিওসহ)

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে নির্মিত ‘সিতেশ দেবের মিনি চিড়িয়াখানা’টি সিলেট বিভাগের একমাত্র চিড়িয়াখানা।
এক নজরে সিতেশ বাবুর চিড়িয়াখানা (ভিডিওসহ)

শ্রীমঙ্গল শহর থেকে কিছুটা দূরে হাইল হাওরের কাছাকাছি এর অবস্থান।

বাংলাদেশের অন্যতম পর্যটন শহর চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এই চিড়িয়াখানা দেখতে আসেন অনেক মানুষ।

স্বাভাবিক সময়ে বিভিন্ন অঞ্চলের পর্যটকসহ বিদেশি অনেক পর্যটকও উল্লেখযোগ্য সংখ্যায় ভিড় করলেও করোনা পরিস্থিতির জন্য ভীড় নেই তেমন।

চিড়িয়াখানা কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, মহামারির জন্য অনেক দিন বন্ধ ছিল চিড়িয়াখানাটি। খুলে দেবার পর এখনও আগের মতো পর্যটকরা আসছেন না চিড়িয়াখানা দেখতে।

দুর্লভ ও বিলুপ্তপ্রায় কিছু প্রাণি থাকায় এই মিনি চিড়িয়াখানার বেশ খ্যাতি রয়েছে। বর্তমানে উরুক্কু কাঠ বিড়ালি, বিরল প্রজাতির সাদা আলবিনো বাঘ, ভাল্লুক, পাহাড়ি ময়না, গন্ধগকুল, হরিয়াল, লক্ষণ টিয়া, ধনেশ, গুইসাপ, মেছো বাঘ, গোল্ডেন টারটইল বা সোনালি কচ্ছপ ইত্যাদিসহ নানা পশু পাখির দেখা মিলবে এই চিড়িয়াখানায়।

চিড়িয়াখানা দেখতে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন "চিড়িয়াখানায় অনেক ধরনের পশু পাখি দেখে আমার খুব ভালো লাগছে। আমি প্রায়ই এখানে আসি।"

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য চিড়িয়াখানা উন্মুক্ত থাকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com