'স্কুল বন্ধ তাই কাজ শুরু করছি' (ভিডিওসহ)

'স্কুল বন্ধ থাকায়' দীর্ঘ অবসরে কদবেল বিক্রি করছে নয় বছর বয়সী মাজহারুল।
'স্কুল বন্ধ তাই কাজ শুরু করছি' (ভিডিওসহ)

গাজীপুরে টঙ্গী স্টেশনরোডের মাছিমপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তার কাজ।

কখনো ২০ টাকা আবার কখনো ১০-১৫ টাকাতেও কদবেল বিক্রি করে সে। দুই ভাই ও এক বোনের ছোট মাজহারুল বাবা মায়ের সঙ্গে টঙ্গীর দূর্গাপুরে থাকে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এই শিশুর পরিবারের অভাব অনটনের জন্য করোনাভাইরাস মহামারিতে কদবেল বিক্রি করছে বলে জানায়।

সে হ্যালোকে বলে, "যখন স্কুল খোলা ছিল তখন বেচতাম না, স্কুল বন্ধ তাই কাজ শুরু করছি।"

পাইকারি দামে কদবেল কিনে প্রতিদিন বিক্রি করে ৪০০-৫০০ টাকার মতো আয় হয় মাজহারুলের। সেই টাকা দিয়ে আবার কদবেল কিনে এবং পরিবারকে দেয় বলে জানায় সে।

হ্যালোকে বলছিল, “স্কুল খুললে বেচা বন্ধ কইরা চইলা যামু, স্কুলে পড়মু।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com