কাজের সন্ধানে বরগুনা থেকে গাজীপুরে (ভিডিওসহ)

পারিবারিক অভাব অনটন মেটাতে বরগুনা থেকে গাজীপুরে এসেছে শিশু মিরাজ হোসেন।
কাজের সন্ধানে বরগুনা থেকে গাজীপুরে (ভিডিওসহ)

একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরির কারখানায় কাজ করছে সে।

কারখানায় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাকে কাজ করতে হয়।

বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিরাজ। করোনাভাইরাস মহামারির জন্য 'কলেজ বন্ধ থাকায়' পড়াশোনা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে সে।

সে জানায়, এই সুযোগে কাজও শেখা হয়ে যাচ্ছে তার। যা ভবিষ্যতে তাকে এগিয়ে রাখবে।

মিরাজ হ্যালোকে বলছিল, “কাজের জন্য গাজীপুর আসছি। এখন কলেজ বন্ধ, অনলাইনেও ক্লাস হয় না। তাই এখানে কাজ করছি।”

কাজ শেষে যে সময়টা পায় ততটুকু পড়াশোনা করে কাটায় বলে জানায় মিরাজ। পড়াশোনা করে চাকরি না পেলে এই কাজটিই করতে চায় সে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com