‘যে টাকা পাই মাকে দেই’ (ভিডিওসহ)

‘যে টাকা পাই মাকে দেই’ (ভিডিওসহ)

পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লেও অনেক সুবিধা বঞ্চিত শিশুর মতো মাধ্যমিকে ওঠা হয়নি রাজধানীর টঙ্গী বস্তির শিশু সাজিদ হোসেন শুভর।

মায়ের সঙ্গে এ বস্তিতেই থাকে ও। এখন কাজ করছে আইসক্রিমের ক্যান তৈরির কারখানায়। হাতুড়ি আর টিন নিয়েই মূলত তার কাজ।

বাবা দ্বিতীয় বিয়ে করায় মা একা সংসার চালিয়ে সাজিদের পড়ালেখার খরচ চালিয়ে উঠতে পারেননি। তাই মায়ের ইচ্ছাতেই কাজ করা শুরু হয়েছিল তার।

সাজিদ হ্যালোকে বলে, “আমার ইচ্ছে ছিল পড়ার কিন্তু পড়তে পারি নাই। এটাই হলো বড় সমস্যা।”

স্বাভাবিক নিয়মে দিনে নয়, রাতে চলে তার এ কাজ। দিনে তেমন কাজের কোনো চাপ না থাকায় নিজের ইচ্ছেমত সময় কাটানোর সুযোগ পায় সে। ও বলে, “রাত আটটা থেইকা সকাল আটটা পর্যন্ত কাজ করি।”

দুই বছর ধরে এখানে কাজ করে ও। এখান থেকে কাজ করে যে টাকা পায় তা মায়ের হাতে তুলে দেয় বলে জানায় সে।

“এখানে কাজ কইরা দুই হাজার টাকা পাই, মাকে দেই।”

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com