অশুভ দমনের প্রত্যাশায় (ভিডিওসহ)

অশুভ দমনের প্রত্যাশায় (ভিডিওসহ)

মহামারির কারণে জাঁকজমকভাবে আয়োজন হয়নি এবারের দুর্গাপূজার। দর্শণার্থীদের জন্য সময়ও বেঁধে দেয়া হয়েছিল। তবে, প্রার্থনা আর আনন্দ উৎযাপনের কমতি ছিল না তাতে।

ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এমনটাই ধরা পড়ে হ্যালোর চোখে। মণ্ডপের সংখ্যা এবার ছিল অন্যান্য বছরের চেয়ে অনেক কম।

পূজায় ঘুরতে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমনা দাস হ্যালোকে বলে, “এবার পূজার আনন্দ একটু কম। তবে আমরা আনন্দ করছি।”

বন্ধুদের সাথে আগের মতো ঘোরা হচ্ছে না বলে জানায় চৈতি ঘোষ নামের এক শিশু। সে হ্যালোকে বলে, “আগে বন্ধুদের সাথে অনেক ঘুরতাম পূজায়, কিন্তু এবার হচ্ছে না। এটা খুব মিস করছি।”

পূজোর নানা কাজ করতে ভালো লাগে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত নাগের। সে হ্যালোকে বলে, “আমি প্রতি পূজাতেই ঠাকুরের কাজ করি।”

আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতাও তেমন চোখে পড়েনি। অনেক মন্দিরে লোক সমাগম তেমন ছিল না। স্বাস্থ্যবিধির কথা বলা হলেও তা মানার মধ্যে ছিল শিথিলতা।

দেবী দুর্গার কাছে করোনাভাইরাস থেকে মুক্তি আর অশুভ দমনের প্রার্থনা ছিল।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com