খুলেছে রমনা পার্ক, স্বস্তি সব বয়সীদের (ভিডিওসহ)

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে রাজধানীর রমনা পার্ক।
খুলেছে রমনা পার্ক, স্বস্তি সব বয়সীদের (ভিডিওসহ)

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ হয়ে যায়।

নগরজীবনের একটু স্বস্তি খুঁজতে সব বয়সীদের আনাগোনা বেড়ে গেছে ঠিক আগের মতই।

দীর্ঘদিন ঘরবন্দী থেকে শিশুরাও আসছে অভিভাবকের হাত ধরে।

বাবা-মায়ের সাথে রাজারবাগ থেকে ঘুরতে এসেছে রুবাইদা রব্বানী ও রাইদা রব্বানী। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী রাইদা হ্যালোকে বলে, “এখানে এসে আমার খুব ভালো লাগছে। বোনের সাথে আমি র‍্যাকেট (ব্যাডমিন্টন) খেলেছি।”

একই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবাইদা বলে, “অনেক দিন ঘরবন্দি ছিলাম। আর ভালো লাগছিল না। এখানে এসে ভালো লাগছে।”

বাবার সাথে ঘুরতে আসা সাত বছর বয়সী জাইন ফিরোজ হ্যালোকে বলে, “পার্কে এসে আমি বাবার সাথে খেলছি।”

মায়ের সাথে ঘুরতে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর অপল বলে, “অনেকদিন পর এসে ভালো লাগছে।”

সন্তানদের বিনোদনের ব্যবস্থা করতে সময় করে তাদের নিয়ে পার্কে এসেছেন বলে জানান অভিভাবকরা।

লামিয়া ও সামিয়া দুই মেয়েকে নিয়ে পল্টন থেকে ঘুরতে এসেছে আব্দুল মালেক। পার্কে এসে খেলতে পারছে বলে মেয়েরা খুশি বলে জানান তিনি।

ছেলেকে বল খেলতে পার্কে নিয়ে এসেছেন সরকারি চাকুরীজীবী ফিরোজ আহমেদ। তিনি বলেন, “বাচ্চারা অনেকদিন ঘরবন্দি থেকে আর থাকতে চায় না। পার্ক খোলায় ওদের নিয়ে আসতে পারছি। কিছুটা ভালো সময় কাটানোর জন্য।”

আবার অনেককেই শারীরিক অনুশীলন করতে দেখা যায়।

শান্তিনগর থেকে অনুশীলন করতে আসা মো. জাকির বলেন, “যখন পার্ক বন্ধ ছিল তখন ব্যায়াম করতে পারতাম না। পার্কটি খুলে দেওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত।”

পার্ক খুলে দেওয়ায় অনেক দিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন বলেও জানান মো. শাহীন নামের একজন।

তিনি হ্যালোকে বলেন, “পার্ক খোলার পর থেকে কোনো দিন সকালে আবার কোনদিন বিকালে ব্যায়াম করতে আসি।

“এখানে আসলে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যায়াম করতে পারি। এখানকার পরিবেশ খুব ভালো। নিরাপত্তাও অনেক।” 

আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রমনা পার্ক খোলা থাকছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com