শ্রীমঙ্গলে শুরু হয়েছে নবদুর্গা পূজা (ভিডিওসহ)

শ্রীমঙ্গলের পশ্চিম ভীমসী গ্রামের ইছামতি চা বাগানে দশম বারের মতো আয়োজন করা হয়েছে আগাম দুর্গাপূজা।
শ্রীমঙ্গলে শুরু হয়েছে নবদুর্গা পূজা (ভিডিওসহ)

১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই পূজায় নয় দিনে দেবী দুর্গার নয় রূপের পূজা হবে মঙ্গলচণ্ডী সেবাশ্রমে।

২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমী তিথিতে হবে বিসর্জন।

এ বছর দেবীর আসবেন দোলায় এবং দেবী গমন করবেন গজে।

মঙ্গলচণ্ডী সেবাশ্রমের কোষাধ্যক্ষ স্বাধীন চাষা বলেন, "দশম বারের মতো আয়োজন করা হয়েছে নবদুর্গা পূজা। সামাজিক দূরত্ব মেনেই এবার হবে নবদুর্গা পূজার্চ্চনা।"

পূজা দেখতে আসা সকল দর্শনার্থীদের মাস্ক ব্যবহার করতে বলেন তিনি।

পূজা দেখতে আসা একজন দর্শনার্থী বলেন, "প্রতি বছরই এখানে পূজা দেখতে আসা হয়। আগাম দুর্গাপূজা উপভোগ করতে আমরা চলে আসি পরিবার পরিজন নিয়ে৷"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com