ভিডিও গেইম খেলে অবসর পার (ভিডিওসহ)

রানা, দ্বীন ইসলাম ও নয়ন তিন বন্ধু। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা তাদের।
ভিডিও গেইম খেলে অবসর পার (ভিডিওসহ)

রাজধানীর খিলগাঁওয়ে তিলপাড়াতে বেড়ে ওঠে তারা। 

মারুফ রানা ও নূর মোহাম্মদ নয়ন খিলগাঁও মডেল হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছে। অন্যদিকে দ্বীন ইসলাম ছিল এবারের এইচএসসি পরীক্ষার্থী।

তিন বন্ধুর মিল হচ্ছে তিনজনেই গেইম খেলতে পছন্দ করে। গেইম খেলেই বেশিরভাগ অবসর পার হয় তাদের। গেইম খেলতে প্রতিদিনই তিনজন একত্রিত হয়। কেউ পড়াশোনা শেষ করে আসে, কেউবা দোকানের কাজ শেষে আসে।

বাসায় বাবা-মায়ের চাপে সেভাবে খেলার সুযোগ পায় না বলে জানায় দ্বীন ইসলাম। সে হ্যালোকে বলে, “বাসায় খেলতে পারি না বলে বাইরে এসে বন্ধুদের সাথে খেলি।”

বন্ধুদের সাথে খেলার মজাই আলাদা বলে জানায় রানা। সে হ্যালোকে বলে, “প্রতিদিন আমি ৩-৪ ঘণ্টার মতো খেলি।”

প্রতিদিন দুই ঘণ্টার মতো খেলে বলে জানায় নয়ন। সে হ্যালোকে বলে, “নিজেকে কিছু একটা করতে হবে তাই গেইম খেলে বিনোদনের পাশাপাশি আয় করার চেষ্টা করছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com