করোনাকালে পাখি হয়েছে অবসর সঙ্গী (ভিডিওসহ)

বাগেরহাটের সোনাতলা এলাকায় নিজ বাসায় পাখি পোষা শুরু করেছিলেন খান আছাবুর রহমান নয়ন নামের এক যুবক। প্রথমে শখে হলেও এখন তা রীতিমত তার আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে।
করোনাকালে পাখি হয়েছে অবসর সঙ্গী (ভিডিওসহ)

কলেজ বন্ধ থাকায় অবসর সময় কাটানোর জন্য কেনা দুই জোড়া পাখি দিয়ে শুরু হয় তার পাখি ব্যবসা। 

বর্তমানে তার এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি। রেইনবো, ডায়লেট, লুটিনো, ফিন্স, ক্রোকটেলসহ আরও বিভিন্ন পাখি। রং বেরংয়ের এসব পাখির পরিচর্যা করে সময় কাটে তার। বর্তমানে নয়নের সময় কাটানোর সঙ্গিই যেন এই পাখিগুলো। পাখির ব্যবসার জন্য তার কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। সে বাসার ছাদে পাখি পালন করে এবং অনলাইনে বিক্রি করে।

নয়ন হ্যালোকে জানায় পাখির যত্ন নেওয়া এবং পাখির পালনের নিয়মগুলো সে ইউটিউব দেখে শিখেছে।

ব্যবসার পাশাপাশি নিজের পোষার জন্যও নয়নের রয়েছে কিছু পাখি। নয়ন হ্যালোকে বলে, “আমার নিজের পোষার জন্য এখন ১০ জোড়া পাখি আছে। যে পাখিগুলো বিক্রি করি সেগুলো আলাদা রাখি।”

ভবিষ্যতে পাখির এই ব্যবসাটাকে আরও বড় করার স্বপ্ন দেখে সে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com