কোভিড-১৯: 'বেড়েছে' শিশুর প্রযুক্তি ব্যবহার (ভিডিওসহ)

করোনাভাইরাস মহামারীর জন্য দীর্ঘ এই অবসরে শিশুরা বেশি সময় প্রযুক্তির সঙ্গে কাটাচ্ছে।
কোভিড-১৯: 'বেড়েছে' শিশুর প্রযুক্তি ব্যবহার (ভিডিওসহ)

অভিভাবকরা বলছেন, শিশুদের মোবাইল, টিভি, কম্পিউটারের ওপর নির্ভরতা বেড়েছে। পড়াশোনা এবং বিনোদন উভয়ের জন্যই তারা নির্ভর করছে ইলেক্ট্রনিক ডিভাইসের ওপর।

দশম শ্রেণির শিক্ষার্থী আফিফ হাসান আফিক হ্যালোকে বলে, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের অনলাইন ক্লাস করতে হচ্ছে অনেকক্ষণ। মোবাইল বা টিভির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। পাশাপাশি বিনোদনের জন্যও আমাকে মোবাইল ব্যবহার করতে হচ্ছে। করোনাকালীন আমার মোবাইল ব্যবহার অনেক বেড়েছে।"

অভিভাবক বিলকিস পারভীন ফ্লোরা বলেন, “লকডাউনে বাচ্চাদের মোবাইলের ব্যবহার অনেক বেড়ে গেছে যেহেতু ওরা বাইরে যেতে পারে না। বাইরে করোনা। আমি মনে করি যতটুকু প্রয়োজন ততটুকুই ধরা উচিত। এরবেশি চালানো উচিত না। অনেক বেশি মোবাইল ব্যবহার করলে বাচ্চাদের চোখের ক্ষতি, মানসিক ক্ষতি, মোবাইলের ওপর নির্ভরতা বেড়ে যায়।“

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com