বিশুদ্ধ পানির সংকট (ভিডিওসহ)

উপকূলীয় অঞ্চলের মূল পানির উৎস পুকুর ও নদী। কিছু কিছু জায়গায় রয়েছে টিউবয়েলের ব্যবস্থা। তবে প্রায় সারা বছরই বিশুদ্ধ পানির সংকটে ভোগে এখানকার মানুষজন। ঝড় জলোচ্ছ্বাসে এ সংকট আরো তীব্র হয়।
বিশুদ্ধ পানির সংকট (ভিডিওসহ)

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রাম ঘুরে দেখা যায়, এখানের প্রায় সকল পানির উৎসই লবণাক্ত। বিশুদ্ধ পানি আনতে হয় অনেক দূর থেকে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র খাওয়া নয়, পয়ঃনিস্কাশনসহ সব কিছুর জন্যই দেখা দেয় নিরাপদ পানির সংকট। দূষিত পানি ব্যবহার করায় চুলকানিসহ বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয় বলে জানান স্থানীয়রা।

 

এই এলাকার আরেক বাসিন্দা মুরশিদা বলেন, “ঝড়ের পরে আমাদের পানির খুব কষ্ট। খাওয়া, দাওয়া সব মিলায়ে শিশু বাচ্চা নিয়ে খুব কষ্টে থাকি।“

অনির্বাণ নামের আরেকজন বলেন, “আমাদের এইখানে পানির খুব কষ্ট । তাই আমরা বৃষ্টির পানি পরিশোধিত করে খাই।"

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com