ডিভাইস নেই, অনলাইন ক্লাস নাগালের বাইরে (ভিডিওসহ)

দীর্ঘ স্কুল বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে পাঠ্যক্রম অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল হলেও 'ডিভাইস' না থাকায় অনেক শিক্ষার্থীই সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 
ডিভাইস নেই, অনলাইন ক্লাস নাগালের বাইরে (ভিডিওসহ)

বাগেরহাটের খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান এমনই একজন।

করোনাভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকায় ঘরবন্দি সময় কাটাচ্ছে সে। তবে টেলিভিশনে কিংবা অনলাইনে ক্লাসের সুবিধা পাচ্ছে না ও।

সাকিবুল হাসান হ্যালোকে বলে, “সবাই অনলাইনে ক্লাস করতে পারছে ,আমাদের তো বড় ফোন নাই তাই আমি করতে পারছি না। স্কুল খুললে আমি তো পিছায় যাব।”

পড়াশোনা থেকে অনেক পিছিয়ে পড়ছে বলে শঙ্কিত তার অভিভাবকরাও।

সাকিবুলের মা সালমা বেগম হ্যালোকে বলেন, “বাসায় বসে ছেলে ক্লাস করার সুযোগ পাইতেছে না। পড়াশোনায় পিছায় যাইতেছে। আমি নিজে যেটুকু পারি তাই চেষ্টা করি।”

বাবা মো. শাহিন বলেন,  "করোনাভাইরাসের জন্য ঠিকমত বাড়ি ভাড়াই দিতে পারি না। ফোন কিনব কীভাবে?”

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com