দ্বিধাদ্বন্দে জেএসসি পরীক্ষার্থীরা (ভিডিওসহ)

চলতি নিয়ম অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখায় ভাটা পড়েছে অনেকের। এছাড়া পরীক্ষা হবে কিনা, হলেও কোন উপায়ে হবে তা নিয়ে শঙ্কায় আছে শিক্ষার্থীরা।
দ্বিধাদ্বন্দে জেএসসি পরীক্ষার্থীরা (ভিডিওসহ)

সম্প্রতি এ ব্যাপারে হ্যালোর সঙ্গে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী মুশরফ খান রিয়ান হ্যালোকে বলে, "নভেম্বর মাসে আমাদের যে জেএসসি পরীক্ষাটা হওয়ার কথা ছিল তার জন্য আমাদের এই জুন মাসের মধ্যেই ফুল সিলেবাস শেষ হওয়ার কথা ছিল।'

'আমাদের স্কুল বন্ধ থাকার কারণে আমরা সেই সিলেবাসটা কমপ্লিট করতে পারি নাই। এই বিষয়টা নিয়ে একটু চিন্তিতই আছি। কারণ, এইচএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা এখনো পরীক্ষা দিতে পারছে না৷ তাদের পরীক্ষা হবে কিনা, ঠিক ঠিকানা নেই। আমাদের পরীক্ষাও হবে কিনা, ভয় লাগছে যে হবে কি হবে না।"

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সৈয়দ এনায়েতুল হক তানহা বলে, "পরীক্ষা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। পরীক্ষা হবে কিনা হবে, সেই নিয়ে আমরা চিন্তিত। বা হলেও কীভাবে হবে, নানা চিন্তা।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com