হেলায় নয়, প্রস্তুতিতে আবিরের দুঃসময় (ভিডিওসহ)

দীর্ঘ এই ছুটিটা হেলায় না কাটিয়ে নানা কাজে নিজেকে পারদর্শী করে তোলার চেষ্টা করছে আবরার আবির নামের এক কিশোর। 
হেলায় নয়, প্রস্তুতিতে আবিরের দুঃসময় (ভিডিওসহ)

সে পড়ছে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে। গৃহবন্দি এ সময়ে যেন কাজের অভাব নেই আবরারের। পড়াশোনা তো আছেই, পাশাপাশি ভিডিও সম্পাদনা, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ করছে বলে জানায় সে।

আবির হ্যালোকে বলে, “বাংলাদেশসহ সারা বিশ্বই দুঃসময় পার করছে এখন। আমি চেষ্টা করছি নিজের সময়কে কাজে লাগানোর।"

দীর্ঘ ছুটিতে সৃজনশীল কাজে ব্যস্ত আবির

এসবের পাশাপাশি অবসরে বাবা-মায়ের সাথে ছাদ বাগানের যত্ন নিচ্ছে এই কিশোর। ছবি আঁকতেও পারদর্শী সে। অবসরে ছবি আঁকাই তার অন্যতম পছন্দের কাজ। ইতোমধ্যে নিজের কমিক সিরিজের কাজ শুরু করেছে বলে জানায় আবরার।

ছবি আঁকার কথা বলতে গিয়ে সে হ্যালোকে বলে, “জল রঙের ছবি, স্কেচ ছাড়াও ডিজিটাল শিল্পের দিকে অনেকটা ঝুঁকে পড়েছি। সব মিলিয়ে সৃজনশীল কাজের মধ্যে সময়টা ভালোই কাটছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com