কলেজের জন্য অপেক্ষা মাধ্যমিকের উত্তীর্ণদের (ভিডিওসহ)

দীর্ঘ অপেক্ষার পর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হাতে পেলেও কলেজে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মনে।
কলেজের জন্য অপেক্ষা মাধ্যমিকের উত্তীর্ণদের (ভিডিওসহ)

সম্প্রতি এ নিয়ে হ্যালোর সঙ্গে কথা হয় চট্টগ্রামের এক শিক্ষার্থীর। আলাপচারিতায় উঠে আসে কলেজ ও সিলেবাস নিয়ে নানা শঙ্কার কথা।

মেহেরুন্নেছা রুহি নামের এই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে এখন উচ্চমাধ্যমিকে ভর্তি প্রত্যাশী। এক দুঃশ্চিন্তা তাকে ভর করেছে। ভর্তির হবে কী?

স্বপ্নের পথে একধাপ আগাতে ভালো কলেজ পছন্দ করে সবাই। অনেকে গ্রাম ছেড়ে শহরে চলে আসে উন্নত পড়াশোনার আশায়। দীর্ঘ স্কুল জীবনে অংক কষা হয়ে যায় কোন কলেজে ভর্তি হব। সব আশাই যেন এবার ফিকে হয়ে যাচ্ছে। অনিশ্চয়তা করেছে ভর, কালক্ষেপণ হচ্ছে সুন্দর মুহুর্তটার।

রুহি হ্যালোকে বলছিল, "পরীক্ষার পরে করোনাভাইরাসের কারণে আমাদের কোথাও যাওয়া হয় নাই। বাসাতেই আব্বু-আম্মুকে কাজে সাহায্য করতেছি। আমরা দুই বোন এক সাথে সময় কাটাচ্ছি। যতই এভাবে থাকি না কেন, মানসিক একটা ব্যপার তো আছেই। কলেজ নিয়ে চিন্তায় আছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com