কোভিড-১৯: শিশু পার্কে বেকার রাইড (ভিডিওসহ)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টারের ছোট পার্কের বিভিন্ন রাইডগুলোতে বিকেল হলেই শিশুদের খেলতে দেখা যেত। কিন্তু কয়েক মাস ধরে এক সময়ের সেই মুখরিত পার্ক নিষ্প্রাণ হয়ে আছে। নেই শিশুদের কোলাহল, হুটোপুটি।
কোভিড-১৯: শিশু পার্কে বেকার রাইড (ভিডিওসহ)

মহামারি করোনার জন্য সব শিশুর বাসায় থাকছে। ইচ্ছা হলেও বের হচ্ছে না বাইরে।

কোয়ার্টারের বাসিন্দা ছয় বছর বয়সী শিশু মারিয়া বলে, “আমি বাসায় আছি। সাবধানে আছি। করোনা চলে গেলে আবার নিচে নামব।”

বন্ধুদের সাথে প্রতিদিনই মাঠে খেলতো পঞ্চম শ্রেণির ছাত্র আদিব। কিন্তু এখন আর তা হয়ে উঠে না। সে হ্যালোকে বলে, “করোনাকালে আমরা বাইরে বের হতে পারছি না। করোনা চলে গেলে আবার বের হব।”

বিকেল হলেই মাঠে সাইকেল চালাত ছয় বছর বয়সী শিশু আরিফা। কিন্তু করোনার জন্য সেও ঘরবন্দি। সে হ্যালোকে বলে, “আমি এখন সাইকেল চালাতে পারছি না। দুষ্টু করোনা চলে গেলে আবার সাইকেল চালাব।”

অভিভাবকরাও শিশুদেরকে সময় দিচ্ছেন বাসায়। গল্প করছেন তাদের সাথে।

বুয়েটের সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ দেলোয়ার হোসেন হ্যালোকে বলেন, “শিশুরা স্কুলে যেতে পারছে না, বাইরে খেলতে যেতে পারছে না। ওদের বাসায়ই রাখছি বিভিন্ন প্রোগ্রাম দিয়ে, খেলাধুলা করছি যাতে তাদের মন মানসিকতা ঠিক থাকে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com