দুশ্চিন্তায় দশমের শিক্ষার্থীরা (ভিডিওসহ)

আসছে বছর এসএসসি পরীক্ষায় বসতে হবে বলে দশম শ্রেণির শিক্ষার্থীদের এই বছরটা ব্যাপক প্রস্তুতিতে কাটার কথা ছিল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপত্তিতে পড়েছে তারা।
দুশ্চিন্তায় দশমের শিক্ষার্থীরা (ভিডিওসহ)

সংসদ টিভিতে ক্লাস চললেও অনেকের ব্যক্তিগত সিলেবাসের সাথে মিলছে না সে পড়া।

এ ব্যাপারে হ্যালোর সঙ্গে কথা দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর।

ফেনী শহরের শাহীন একাডেমি এন্ড কলেজ নামের এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তালহা জুবায়ের রাতিন বলে, “লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় আমাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। আমাদের নতুন যে পাঠ্যবিষয়গুলো আছে সেগুলো বুঝতে সমস্যা হচ্ছে। যদিও সরকার সংসদ টিভিতে ক্লাসের ব্যবস্থা করেছে কিন্তু তা আমাদের সিলেবাসের সাথে মিলছে না।

“৩ মে উচ্চতর গণিতের দশম অধ্যায় করানো হয়েছে যা আগে থেকে আমার আয়ত্বে ছিল। কিন্ত ১৩ তম আমার আয়ত্বে নেই যা এখনো করানো হয়নি।”

একই স্কুলের আরেক শিক্ষার্থী সাইমুন ইসলাম বলে, “পাঠ্য বইয়ের অনেক নতুন অধ্যায় রয়েছে যা পড়া প্রয়োজন তাই ইন্টারনেটের সাহায্য নিয়ে সেগুলো শেখার চেষ্টা করছি। কিন্তু কোনভাবেই পূর্ণাংগ প্রস্তুতি নেয়া সম্ভব হচ্ছে না।”

তাই এটা তাদের জন্য এক প্রকার মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানায় সে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com