ঈদ হোক ঘরেই (ভিডিওসহ)

ঈদ হোক ঘরেই (ভিডিওসহ)

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ প্রধান ধর্মীয় উৎসব হলেও করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার সে আনন্দে খানিক ভাটা পড়েছে।

যদিও উৎসবকে সামনে রেখে সীমিত আকারে শপিং মল ও বিপণি বিতানগুলো খোলার পর থেকেই অনেকে ঝুঁকি নিয়ে কেনাকাটা করতে যাচ্ছেন। তবে ঝুঁকি এড়িয়ে চলতে ঘরে থাকার অনুরোধ করেছে সিরাজগঞ্জের কয়েকজন শিশু।

হ্যালোকে পাঠানো এক ভিডিও বার্তার মাধ্যমে এ অনুরোধ করে শিশুরা।

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ইমন সরকার জানিয়েছে, করোনার প্রকোপ শেষ না হওয়া অব্দি সে বাইরে বের হবে না। ঈদের দিন ঘুরতেও যাবে না।

রাশিদোজ্জাহা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী এলিজা পারভীন আলো বলে, “দোকানে যে কাপড়টি আমি হাত দিয়ে ধরব, হতে পারে সেটি কোনো করোনা আক্রান্ত ব্যক্তিও স্পর্শ করেছেন। তা থেকে আমাদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।”

ঈদ হোক ঘরেই

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী আদিব মাহমুদ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্খা বারবার বলছে বাড়িতে থাকুন সুস্থ থাকুন।

“আমি ঈদ মার্কেট করতে বাজারে যাব না। আপনারাও ঘরে থাকুন।”

নিজেও কেনাকাটা করবে না বাবা মাকেও করতে মানা করবে বলে জানায় প্রথম শেণির শিক্ষার্থী মেসকাত খান।

ঈদের দিন বন্ধুদের নিয়ে জনসমাগম করব না। ঘোরাঘুরি করার কোনো চিন্তাই করবে না বলে জানিয়েছে দিঘী নামের আরেক শিশু।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com