‘আব্বুকে বেশি সময় কাছে পাই’

গৃহবাস অনেক শিশুর কাছে একঘেয়ে ও বিরক্তির হলেও বাবা মাকে জীবনে প্রথম বার দীর্ঘ সময় ধরে একটানা কাছে পেয়ে খুশি অনেকেই।
‘আব্বুকে বেশি সময় কাছে পাই’

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের রুপনগর শাখার শিক্ষার্থী আয়াতুল ইসলাম আসফি। স্কুলটির তৃতীয় শ্রেণিতে পড়ছে ও। ছোট্ট আসফির এরকম বাসায় বন্দি থাকার অভিজ্ঞতা এর আগে ঘটেনি।

সে বলে, “আব্বু-আম্মুকে এখন সব সময় কাছে পাই। আগে খুব কম সময়ের জন্য পেতাম। সবাই একসাথে এজন্য একটু ভালোও লাগছে।“

তবে শিশুদের এমন বন্দি দশা নিয়ে বিচলিত অভিভাবকরাও।

‘আব্বুকে বেশি সময় কাছে পাই’

পড়ালেখায় যাতে পিছিয়ে না পড়ে সে জন্যে মায়ের সাহায্যে বাসাতেই সিলেবাস শেষ করার চেষ্টা করছে ও। এর পাশাপাশি সুযোগ পেলেই রঙ পেন্সিল হাতে ছবি আঁকছে সে।

ছোট ভাইয়ের সাথে খেলা করতেও বেশ ভালো লাগে বলে জানায় আসফি।

ও বলে, “করোনাভাইরাসের কারণে আমি বাসায়ই থাকছি। বাসায়ই পড়ালেখা করছি। অবসর সময়ে টিভি দেখছি, মোবাইলে গেম খেলছি, ছোট ভাইর সাথে খেলছি  আর ড্রয়িং করছি।‘’  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com