নিরাপদে থাকতে নামাজ ঘরেই (ভিডিওসহ)

বারো বছরের শিশু জিয়াদুল ইসলাম। নানা আয়োজনে পরিবারের সঙ্গে প্রতি বছর রমজান মাস উদযাপন করে সে। গেল বছরও রোজা রাখার পাশাপাশি নামাজ পড়তে সে গিয়েছে মসজিদেও।
নিরাপদে থাকতে নামাজ ঘরেই (ভিডিওসহ)

তবে করোনাভাইরাস পাল্টে দিয়েছে সব কিছু। ইচ্ছে থাকলেও রোজার শুরু থেকে মসজিদে গিয়ে নামাজে অংশ নেয়ার উপায় ছিল না। ভাইরাস থেকে বাঁচতে থাকতে হয়েছে ঘরে।

গৃহবন্দি থাকতে থাকতে তার ছোট হৃদয়ে কিছুটা বিরক্তিও এসেছে। যোগ হয়েছ বাইরে যাওয়ার আকুলতা। এর মাঝেই উঠে গেছে মজজিদে নামাজের বিধিনিষেধ। এরপরও নিজেকে সুরক্ষিত রাখতে বাবা আর ভাইর সাথে ঘরেই নামাজ পড়ছে সে।

নিরাপদে থাকতে নামাজ ঘরেই

রাজধানীর মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিয়াদুল। সে বলে, "আমি কখনো এভাবে এতদিন ঘরে বন্দি থাকিনি। আমার এ রকম বন্দি জীবন ভালো লাগছে না। আমি বাইরে যেয়ে খেলতে চাই, স্কুলে যেতে চাই। কিন্তু করোনাভাইরাসের কারণে এসব কিছু সম্ভব হচ্ছে না।"

গৃহবন্দি এ সময়ে টেলিভিশন দেখে, বই পড়ে এবং মোবাইলে গেমস খেলে সময় কাটাচ্ছে সে। করোনাভাইরাস প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে সবাইকে নিয়মিত হাত ধোয়ার পরামর্শও দেয় ও।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com