অনাদরে পল্লবীর শিশুপার্ক, সরঞ্জাম চুরি (ভিডিওসহ)

[ইদানীংকালে হ্যালোতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনগুলো এ মাসের শুরুতেই ধারণ করা ছিল। এই সময়ে কোনো শিশু সাংবাদিককে বাইরে গিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হচ্ছে।]
অনাদরে পল্লবীর শিশুপার্ক, সরঞ্জাম চুরি (ভিডিওসহ)

রাজধানীর পল্লবীতে অনাদরে পড়ে আছে একটি শিশুপার্ক। চুরি হয়ে গেছে অনেক সরঞ্জামও।

জানা যায়, পুরোনো এই পার্কটি দেখভাল করত একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে এখন দেখার মত কেউ নেই। পার্কটির একপাশ ব্যবহার করা হচ্ছে রিকশা রাখার গ্যারেজ হিসেবে। অন্যদিকে ফেলা হয় ময়লা আবর্জনা।

প্রধান ফটকে টাঙানো সাইনবোর্ডটি দেখলেই বোঝা যায় পার্কটির দুর্দশার চিত্র। মরিচার আস্তরণ পড়েছে তাতে। পার্কের পাশে চা দোকানী আবুল হোসেনের সঙ্গে কথা হয় প্রতিবেদকের।

তিনি হ্যালোকে বলেন, “এই শিশুপার্কে এখন শিশুরা খেলে না বড়রা খেলে। এটা ছিল ওয়াল দেওয়া। নিচে ঘাস ছিল সেগুলো নাই। খেলাধুলার জিনিসপত্র ছিল সব চুরি হয়ে গেছে।”

মোজাম্মেল হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “তিন চার বছর ধইরাই এরকম অবস্থায় আছে। এখানে রিকশা রাখে কারণ জায়গা খালি পায়। আর যদি আগের মতো ঘেরাও দেওয়া থাকতো তাহলে তো আর রাখতে পারত না।”

মুন্না নামে একজন কিশোরও কথা বলে হ্যালোর সঙ্গে।

বলে, "এখানেও সকল সরঞ্জাম ছিল। আমাদের দাবি এই জায়গাটা পুনরায় শিশুতোষ জায়গা হোক।”

শিশু শাহীন মির্জা বলে, “এখানে আশেপাশে প্রচুর ময়লা। আমরা এখানে খেলতে পারি না।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com