বই মেলায় শিশুদের ভীড় (ভিডিওসহ)

বই পড়ার আগ্রহ থেকে নতুন বই কিনতে প্রতিদিনই বই মেলায় ভিড় করছে শিশুরা।
বই মেলায় শিশুদের ভীড় (ভিডিওসহ)

কেউ আসছে বাবা মায়ের সাথে আবার কেউবা ভাইবোনের সাথে। পছন্দের বই কিনতে দূর-দূরান্ত থেকে আসছে তারা। বইমেলায় শিশুদের জন্য রয়েছে শিশু কর্নারও।

সম্প্রতি বইমেলায় হ্যালোর সঙ্গে কথা হয় কয়েক জন শিশুর।

বাবা মায়ের সাথে বইমেলার ঘুরতে এসেছে মেহভিশ বিল্লাহ ও সেহরিশ বিল্লাহ।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহভিশ বিল্লাহ হ্যালোকে বলে, “এই প্রথম আমি বই মেলায় এসেছি। আমার বই কিনতে ও পড়তে খুব ভালো লাগে।”  

মেলায় এসে অভিধান ও গল্পের বই কিনেছে তাসফিকুল ইসলাম জারিফ।

সে হ্যালোকে বলে, “বইমেলায় বই কিনে আমার খুব ভালো লাগছে।”

মায়ের সাথে দ্বিতীয়বারের মতো মেলায় এসেছে ফারিশা। সে হ্যালোকে বলে, “আজ অনেকগুলো বই কিনব।”

শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগাতে অভিভাবকরাও তাদের নিয়ে মেলায় আসছেন বলে জানালেন অভিভাবকরা।

মেহভিশের মা রুখসানা আক্তার হ্যালোকে বলেন, “মেয়েরা বই পড়তে পছন্দ করে। তাই মেয়েদের নিয়ে আসা।”

মেয়েকে নিয়ে বই কিনতে আসা ফারজানা সরকার হ্যালোকে বলেন, “মেয়েকে নিয়ে বইমেলায় এসেছি। এতে করে সে নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হতে পারছে। বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হবে।”

প্রতিদিনই মেলায় শিশুদের বইয়ের সংখ্যা বাড়ছে। এসব বইয়ের বিক্রিও ভালো বলছেন বিক্রেতারা।

সুজন মিয়া নামের একজন বিক্রয় প্রতিনিধি জানান, “ভালো বিক্রি হচ্ছে ছোটদের বই। শেষের দিনগুলোতে বাড়ছে বই বিক্রি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com