রমনা শিশু পার্কে শিশুদের ভীড় (ভিডিওসহ)

রাজধানীর রমনা পার্কে শিশুদের জন্য রয়েছে শিশু কর্নার। এখানে শিশুরা প্রতিদিনই ভীড় করছে বিনোদনের জন্য।
রমনা শিশু পার্কে শিশুদের ভীড় (ভিডিওসহ)

সম্প্রতি রমনা পার্ক ঘুরে কথা হয় কয়েকজন শিশুর সঙ্গে।

সপ্তাহের তিন চারদিনই বাবার সাথে এই পার্কে আসে সানজিদা তাবাসছুম তানহা ।

সে হ্যালোকে বলে, “আমার এখানে এসে দোলনায় চড়তে খুব ভালো লাগে।”

তাইয়েবা ইসলাম তিশা নামের আরেক শিশু বলে, “আমরা ভাইবোন মিলে এখানে আসি। এখানে এসে রাইডে চড়তে ভালো লাগে।”

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার মুক্তা। লেখাপড়ার ফাঁকে এখানে একটু ঢুঁ মারতে ভালোই লাগে বলে জানালো।

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহসিন হায়দার বলে,  “আমাদের ঢাকায় সেইভাবে কোনো খেলার মাঠ নাই। তাই আমারা পার্কে এসে কিছুটা সময় কাটাতে পারি।”

বাচ্চাকে খেলতে নিয়ে আসা এক অভিভাবক বলেন, “ বাচ্চাদের তেমন খেলার কোনো জায়গা নাই। কিন্তু বাচ্চারা খেলতে চায়। তাই মেয়ে নিয়ে পার্কে এসেছি।”

প্রতিদিন ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে এ শিশু কর্নার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com