বিজ্ঞান শিক্ষায় নভোথিয়েটার (ভিডিওসহ)

রাজধানীর বিজয় সরণীতে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারটি শিশুদের বিজ্ঞান শিক্ষার সহায়ক ভূমিকা পালন করছে বলে মনে করেন অনেক অভিভাবক।
বিজ্ঞান শিক্ষায় নভোথিয়েটার (ভিডিওসহ)

সম্প্রতি নভোথিয়েটার ঘুরে শিশু ও অভিভাবকদের সঙ্গে কথা বলে হ্যালো।

মহাকাশ নিয়ে দর্শনার্থীদের জানাতে পাঁচটি ডিজিটাল ফিল্ম দেখানো হয় এখানে। পাশাপাশি ইতিহাস জানাতে বঙ্গবন্ধুর জীবন ও স্বাধীনতা নিয়ে তৈরি ৩০ মিনিটের ডিজিটাল চলচ্চিত্র দেখানো হয়। এছাড়াও রয়েছে ফাইভ ডি চলচিত্র প্রদর্শনী কেন্দ্র।

বুধবার ব্যতিত সপ্তাহে ছয়দিনই খোলা থাকে নভোথিয়েটার।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে সুরাইয়া তাবিয়া বলে, সে রাজশাহী থেকে বাবা মায়ের সাথে এসেছে।

বলে, “আমি এখানে থ্রি ডি মুভি দেখেছি, আমার খুব ভালো লেগেছে।”

ছোট শিশু আবু সুফিয়ান বলে, “আমি বাবার সাথে এখানে ঘুরতে এসেছি। এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি, আমার খুব ভালো লাগছে।”

ধানমণ্ডি থেকে আগত দর্শনার্থী মো. মোস্তফা কামাল বলেন, “আমি বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে, ইতিহাস জানতে এখানে এসেছি।”

দর্শনার্থীদের বিজ্ঞানের বিভিন্ন সূত্র, তথ্য জানাতে রয়েছে এক্সিবিট গ্যালারি। সেখানে রয়েছে মোট ত্রিশটি রাইড। 

তার মধ্যে ছয়টি রাইড অচল রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মহা ব্যবস্থাপক আবুল বাসার মো. জহুরুল ইসলাম বলেন, “এই রাইডগুলো খুব দ্রুত ঠিক করা হবে এবং কিছু রাইড বদলানো হবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com