মালিবাগের শিশুদের অবসরের আশ্রয় গোলচত্ত্বর শিশুপার্ক (ভিডিওসহ)

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার শিশুদের অবসরের এক মাত্র আশ্রয় যেন গোলচত্ত্বর শিশুপার্ক।
মালিবাগের শিশুদের অবসরের আশ্রয় গোলচত্ত্বর শিশুপার্ক (ভিডিওসহ)

সম্প্রতি হ্যালোর সঙ্গে কথা হয় এখানে খেলতে আসা শিশুদের।

জানায়, তারা প্রতিদিনই ভিড় করে এখানে। নানা ধরনের রাইডই শিশুদের আগ্রহের জায়গা। কেউ বন্ধু বান্ধবের সাথে আবার কেউ মা-বাবার সাথে আসে পার্কে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পাপড়ি বলে, “আমার এখানে খেলতে ভালো লাগে। আমি প্রতিদিনই আসি এখানে।”

দোলনায় চড়তে পার্কে এসেছে দুই বন্ধু ইয়াসিন ও নাইম। তারা হ্যালোকে বলে, “ আমরা সময় পেলেই দুই বন্ধু চলে আসি এখানে।”

মায়ের সাথে পার্কে এসেছে উষা রহমান। সে বলে, “আমি এখানে স্লিপারে খেলতে আসি। আমার খুব ভালো লাগে।”

শিশুদের খেলতে নিয়ে এসে নিজেরাও হাঁটাহাঁটি করতে পারছেন বলছেন অভিভাবকরা।

উষার মা শরীফা রহমান বলেন, “ঢাকায় খেলার মাঠ খুবই কম। বাচ্চারা সেভাবে খেলার সুযোগ পায় না। তাই মেয়েকে এখানে নিয়ে আসি। মেয়ে খেলে আমিও হাঁটাহাঁটি করতে পারি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com