ময়লার স্তূপে ফুটল ফুল (ভিডিওসহ)

বগুড়া শহরে যত্রতত্র গড়ে ওঠা ময়লার ভাগাড় সরিয়ে সে জায়গায় তৈরি করা হয়েছে ফুলের বাগান।
ময়লার স্তূপে ফুটল ফুল (ভিডিওসহ)

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বগুড়া শহরের প্রাণকেন্দ্রের জলেশ্বরীতলা এলাকার বিভিন্ন স্থানে যেখানে এক সময় ময়লা ফেলা হতো, ঠিক সেই স্থানগুলোতেই টব বসিয়ে ছোট ছোট বাগান গড়ে তোলা হয়েছে।

বাড়ির সৌন্দর্য বর্ধনে অনেকে বাড়ির ছাদ, বারান্দা, ফুটপাতে বাগান করছেন, আবার কেউ পরিবেশ রক্ষা আর নগরের তাপমাত্রা কমিয়ে আনতে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করছেন। কিন্তু এই ভিন্ন রকমের বাগান যেন তাক লাগিয়ে দিয়েছে শহরবাসীকে।

এলাকার উদ্যমী কিছু মানুষের উদ্যোগে জ্বলেশ্বরিতলা উন্নয়ন কমিটি এই বাগান গড়ে তুলেছে।

ইতোমধ্যে শহরের সাত সাতটি স্থানে গড়ে উঠেছে  বাগানগুলো।

কমিটির সদস্যরা মনে করেন এভাবেই একদিন গড়ে উঠবে পরিচ্ছন্ন ফুলে ফলে ভরা বাংলাদেশ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com