হারিয়ে যাচ্ছে কামারশিল্প (ভিডিওসহ)

কামার একটি প্রাচীন পেশা যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা।
হারিয়ে যাচ্ছে কামারশিল্প (ভিডিওসহ)

হাপড়, আগুন, হাতুড়ি আর কঠোর পরিশ্রমে লোহা থেকে চাকু, ছুরি, দা, কাঁচি, কুড়াল, কোদাল, শাবল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করেন তারা।

কিন্তু, কল কারখানা দখল করে নিয়েছে তাদের এই ক্ষুদ্র শিল্প। লাভ না থাকায় এখন অনেকেই পেশাও বদলে ফেলছেন। শক্ত মনোবল আর পেশার প্রতি ভালোবাসার জোরে কেউ কেউ এখনও টিকে থাকলে তা কতদিন থাকবে সেটাও ভাবার বিষয়।

সম্প্রতি হ্যালোর সঙ্গে এক আলাপচারিতায় এই পেশার একজন বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা নতুন প্রজন্মকে এই পৈত্রিক পেশার হাল ধরতে নিরুৎসাহিত করছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com