অব্যবহৃত জিনিসের বিনিময়ে মিলবে বই (ভিডিওসহ)

অব্যবহৃত ঔষধ, ইলেক্ট্রনিকস পণ্যের বিনিময়ে নতুন বই দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
অব্যবহৃত জিনিসের বিনিময়ে মিলবে বই (ভিডিওসহ)

অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭৭ নম্বর স্টলটি বিদ্যানন্দের।

জানা গেল, মেয়াদ আছে এমন ওষুধ পরবর্তীতে প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল ক্যাম্প করে সেখানকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবী শাহারুল ইসলাম বলেন, “কারো বাসায় যদি মেয়াদ রয়েছে কিন্তু অব্যবহৃত কোনো ওষুধ থাকে তাহলে তার বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে বই নিতে পারবেন।”

তিনি আরও জানান, ঘরে পড়ে থাকা অব্যবহৃত সচল কম্পিউটার বা ল্যাপটপের বিনিময়ে তিন হাজার টাকা মূল্যের বই, অচল কম্পিউটার বা ল্যাপটপের বিনিময়ে দেড় হাজার টাকা মূল্যের বই, সচল এন্ড্রয়েড ফোনের বিনিময়ে এক হাজার টাকা মূল্যের এবং অচল এন্ড্রয়েড ফোনের বিনিময়ে পাঁচশ টাকা সমমূল্যের বই নেওয়া যাবে।

পুনরায় ব্যবহারে উৎসাহিত করতে তাদের স্টলটিও সাজানো হয়েছে বিভিন্ন অব্যবহৃত প্লাস্টিক পণ্য দিয়ে। 

তাদের এই ভিন্নধর্মী উদ্যোগের প্রশংসা করেন ক্রেতারাও।

মারিয়াম সুলতানা নামের এক ক্রেতা বলেন, “আমাদের অনেকের বাসায় অব্যবহৃত ওষুধ থাকে তা দিয়ে যদি বই পেতে পারি একদিকে যেমন আমাদের বই পড়তে সুবিধা হবে তেমনি প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তারা সহজে ওষুধ পাবে। এটি একটি ভালো উদ্যোগ।”

মারুফ হোসেন এখানে বই কিনতে এসে বলেন, “স্টলটি যেভাবে সাজিয়েছে এটি একটি ভালো উদ্যোগ। এছাড়া বইয়ের টাকার অংশ এক টাকার আহারে যোগ করা হবে এবং অব্যবহৃত পণ্য দিয়েও বই এই উদ্যোগটি আমার কাছে অনন্য মনে হয়েছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com