বসন্তবরণে শিশুরা (ভিডিওসহ)

নাচ, গান আর উচ্ছ্বাসে বসন্তবরণ পেয়েছে ভিন্নরুপ। পহেলা ফাল্গুনে শিশুদের সাজেও ছিল ঐতিহ্যের ছাপ। 
বসন্তবরণে শিশুরা (ভিডিওসহ)

বসন্ত বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্ণাঢ্য আয়োজনে কথা হয় শিশুদের সঙ্গে। এদের কেউ এসেছে বাবা-মায়ের সাথে ঘুরতে আবার কেউ এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে।

তাসফিয়া তারিন নামের এক শিশু বলে, “পহেলা ফাল্গুনে অনেক ভালো লাগছে। আজকে আমি অনেক সেজেছি। এখানে যে নাচ-গান হচ্ছে সেটা এতই ভালো লেগেছে যে, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না।”

বিভিন্ন ধর্ম, বিভিন্ন শ্রেণির মানুষ নিজ আগ্রহে বিভেদ ভুলে এসেছেন বসন্তবরণ উৎসবে। একই তারিখে ছুটির দিন এবং ভালোবাসা দিবস হওয়ায় যেন যোগ হয়েছিল বাড়তি উচ্ছ্বাস।

শবনম রিমঝিম হলুদ শাড়ীর সাজে সেজেছে। কপালে ছিল লাল বড় টিপ,খোপয় গাঁদা ফুল।

তিনি বলেন, “এখানে অনেক ভালো লাগছে,অনুষ্ঠানে সুন্দর সুন্দর নাচ হচ্ছে,গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে। সব মিলিয়ে অন্যরকম পরিবেশ।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com